দেশের নতুন ই-কমার্স কোম্পানি হিসাবে, ইকিনি শুধু মাত্র কেনা-বেচা করতে আসে নি। আমরা, ইকিনি পরিবার, মনে করি সমাজের জন্য আমাদের কিছু করার আছে। এদেশের তরুন সমাজের জন্য আমাদের চিন্তার প্রতিফল্লন হিসাবে, স্টুডেন্ট স্কোপস (Student Scopes) এর টাইটেল স্পন্সর হয়েছে ইকিনি ডট কম (eKenee.com)।
স্টুডেন্ট স্কোপস (Student Scopes) কি?
স্টুডেন্ট স্কোপস (Student Scopes) হচ্ছে ফেজবুক ভিত্তিক কমিউনিটি যারা বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের নিয়ে কাজ করে থাকে। ফেজবুক কমিউনিটির মাধ্যমে বিশ্ববিদ্যালয় পর্যায়ে নানা রকম ইভেন্ট, সেমিনার বা ট্রেইনিং এর খোজ খবর প্রচার করে থাকে।
যে কোন বিশ্ববিদ্যালয় বা অনার্স পড়ুয়া শিক্ষার্থী স্টুডেন্ট স্কোপস (Student Scopes) এর ফেজবুক কমিউনিটি তে যুক্ত হতে পারে। তারা নিজেরা যেমন এই কমিউনিটি থেকে নানা ইভেন্ট এর খবর পেতে পারেন তেমনি, নিজেদের পরিচিত ইভেন্ট গুলো শেয়ার করতে পারেন।
স্টুডেন্ট স্কোপস (Student Scopes) সম্প্রতি আরেকটি কাজ শুরু করেছেন। সেটা হচ্ছে ফেজবুক এবং ইউটিউব লাইভ। এই লাইভ এ সাধারনত ১-৩ জন অতিথি থাকেন যারা তাদের অভিজ্ঞতা-জ্ঞান শেয়ার করে থাকেন।
যেভাবে ইকিনি ডট কম (eKenee.com) এর সাথে যুক্ত হওয়াঃ
ইকিনি ডট কম (eKenee.com) সব সময় সমাজের জন্য কিছু করতে চায়। তারই অংশ হিসাবে, ইকিনি ডট কম (eKenee.com) সম্প্রতি স্টুডেন্ট স্কোপ এর সাথে যুক্ত হয়েছে টাইটেল স্পন্সার হিসাবে।
এখন থেকে যে কোন ফেজবুক লাইভ বা অন্যান্য নিজস্ব ইভেন্টে ইকিনি ডট কম (eKenee.com) কে স্পন্সর হিসাবে দেখানো হবে।
- আপনার মোবাইল ফোনটি যদি ক্যামেরা হিসাবে ব্যাবহার করতে চান, তাহলে এই ব্লগটি পড়তে পারেন- মোবাইল ট্রাইপড (Mobile Tripod) কি, কার জন্য, কিভাবে?
স্টুডেন্ট স্কোপ এর নিজস্ব যে কোন ইভেন্টে অংশ নেয়া শিক্ষার্থীদের জন্য, ইকিনি ডট কম (eKenee.com) এর পক্ষ থেকে থাকবে নানা সুযোগ সুবিধা। যাতে করে যে কেউ স্টুডেন্ট স্কোপ এর বিভিন্ন ইভেন্ট এ অংশ নিতে আগ্রহ পায়।
উল্লেখ্য, দ্রুততম সময়ের মধ্যে কাস্টমারদের প্রোডাক্ট পৌছে দেয়া, খাটি পণ্য সরবরাহের উদ্দেশ্য নিয়ে ইকিনি ডট কম (ekenee.com) এর যাত্রা শুরু। ইকিনির খাদ্য পণ্যগুলো মেনুয়ালি সংগ্রহ করা হয় এবং কঠোর ভাবে মান নিয়ন্ত্রন করা হয়।
আমরা সে সব পন্য বিক্রি করে থাকি যেগুলো আমরা নিজেরাই ব্যাবহার করে থাকি। ইকিনির পন্য মানেই বাজারের সেরা কোয়ালিটির পণ্য!