মোবাইল ট্রাইপড (Mobile Tripod) কি, কার জন্য, কিভাবে?

মোবাইল ট্রাইপড (Mobile Tripod)

এখন এই সময়ে সবার হাতেই স্মার্ট-ফোন আছে। হয়ত এই আর্টিকেলটি আপনি মোবাইল থেকেই পড়ছেন। মোবাইল দিয়ে আপনি যোগাযোগ ছাড়াও ছবি তুলে থাকেন, ভিডিও করে থাকেন। আপনার মোবাইল ফটোগ্রাফি বা ভিডিও নিয়ে যেতে পারেন অন্য লেভেল এ শুধু মাত্র মোবাইল ট্রাইপড (Mobile Tripod) ব্যবহার করে।

মোবাইল ট্রাইপড (Mobile Tripod) কি?

মোবাইল ট্রাইপড (Mobile Tripod) হচ্ছে স্মার্টোফোনকে স্ট্যাবল করে ধরে রাখার বিশেষ যন্ত্র। এটা ক্যামেরার ট্রাইপড থেকে হালকা তবে মোবাইল ধারণ করতে পারে খুব ভালোভাবে। সাধারনত ৩টি স্ট্যান্ড নিয়ে ট্রাইপড বানানো হয় যে কারনে এর নামও ট্রাইপড।

মোবাইল ট্রাইপড গুলো ফিচার্স এর দিক দিয়ে ক্যামেরা ট্রাইপড থেকে আলাদা হয়। ক্যামেরার ট্রাইপডে অনেক ফাংশন থাকলেও, মোবাইল ট্রাইপডে স্ট্রেইট-ফরওয়ার্ড থাকে।

কেন মোবাইল ট্রাইপড ব্যবহার করবেন?

০১) ক্যামেরা স্ট্যাবল করতেঃ আপনি যদি স্ট্যাবল ক্যামেরা চান ছবি বা ভিডিও করার জন্য, তাহলে মোবাইল ট্রাইপড এর বিকল্প নেই। একটা ট্রাইপড যে কত সুন্দর স্ট্যাবল ছবি তুলতে সহায়তা করে সেটা ব্যবহার না করে বুঝা সম্ভব নয়।

আপনি যদি হাত দিয়ে ক্যামেরা ধরেন, তাহলে সেটা ভাইব্রেট করবেই। যতই শক্ত করে ধরেন বা স্ট্যাবল রাখার চেষ্টা করেন না কেন। আর এভাবে নড়া-চড়া করার কারণে ফোকাস নষ্ট হয়ে যায় অনেক সময়।

০২) ক্যামেরার সুরক্ষা করতেঃ যদি আপনি হাতে ধরে ছবি বা ভিডিও করেন তাহলে ক্যামেরা নড়বেই। এই সমস্যা থেকে মুক্তির জন্য যদি ফোন কোন বস্তুর উপর রাখেন, যে কোন সময় পরে যেতে পারে। আবার কোন কিছুর সাথে বেধে রাখলে সামান্য বাতাসে ফোন ক্যামেরা নড়ে যাবে।

একটা স্মার্টোফোন কিনতে যত টাকা লাগে, সব টাকা নষ্ট হয়ে যেতে পারে একটা ট্রাইপড না থাকায়। কারন আপনার মোবাইল ট্রাইপড (Mobile Tripod) ছাড়া যেখানেই স্ট্যান্ডিং করেন, পড়ে ভেঙে যেতে পারে।

০৩) দামে সস্তাঃ সাধারনত ক্যামেরার ট্রাইপড গুলোর দাম অনেক বেশী হয়ে থাকে। কিন্তু মোবাইল ট্রাইপড এর ক্ষেত্রে এটা আলাদা। দাম অনেক কম। সাধারনত ২৫০-১০০০টাকা পর্যন্ত হয়ে থাকে।

০৪) ব্যবহার সহজঃ ক্যামেরা ট্রাইপড এ অনেক ফাংশন থাকে যেগুলো ব্যাবহার করা শিখতে হয়। প্রফেশনাল বা সেমি প্রফেশনাল না হলে ক্যামেরার ট্রাইপড ব্যবহারে ভালো ছবি বা ভিডিও কেউ করতে পারবে না।

কিন্তু এখানে মোবাইল ট্রাইপড আলাদা, ব্যবহার সহজ, কম ফাংশন আর বেটার আউটপুট। যে কেউ চাইলে ব্যাবহার করতে পারে।

কখন বুঝবেন আপনার একটি মোবাইল ট্রাইপড (Mobile Tripod) দরকার?

০১) আপনি স্ট্যাবল ছবি তুলতে চান মোবাইল দিয়ে বা রাতের বেলা সুন্দর ছবি তুলতে চান। যদি আপনার ইচ্ছা থাকে ফ্রেম ঠিক রেখে ছবি তুলবেন তাহলে এটা দরকার হবে।

০২) বাজেট যদি কিছুটা কম থাকে তাহলে আপনার জন্য মোবাইল ট্রাইপড আদর্শ গ্যাজেট। উল্লেখ্য, কম দামের মধ্য কিছু ভারি ক্যামেরা ট্রাইপড পাওয়া যায় তবে সেটা ঘরের মধ্যে ব্যবহার করা সহজ নয়।

০৩) মোবাইল দিয়ে যদি ভিডিওগ্রাফি করতে চান বা স্ট্যাবল ভিডিও শুট নিতে চান তাহলে আপনার ট্রাইপড লাগবে। এখন প্রায় সব ফোনে ভাল ক্যামেরা থাকে যেটা ট্রাইপডে বসিয়ে ভিডিও শুট করা যায়।

ভিডিওর ক্ষেত্রে আপনি ইউটিউব ভিডিও এর জন্য ব্যবহার করতে পারেন, আবার টিকটক-লাইকি এর জন্য ভিডিও শুট করতে পারেন। আবার চাইলে শর্টফিল্ম এর জন্য ব্যাবহার করতে পারেন।

০৪) ফেজবুক সহ যে কোন সোস্যাল মিডিয়াতে যদি লাইভ করতে চান তাহলে মোবাইল ট্রাইপড (Mobile Tripod) মাস্ট। কারন হাতে ধরে রেখে কোন ভাবেই লাইভ চালিয়ে নেয়া সম্ভব নয়। আর আগেই বলেছি, কোথাও রেখে শুট করা রিস্কি।

০৫) আউটডোর ভিডিওগ্রাফিঃ যদি আপনার ইচ্ছা থাকে বাইরে কোথাও ভিডিও শুট করবেন বা ওয়েডিং শুট করবেন তাহলে আপনার লাগবে একটা মোবাইল ট্রাইপড।

ইকিনি ডট কম থেকে আজই আপনার প্রয়োজনীয় মোবাইল ট্রাইপড কিনে নিতে পারেন। দ্রুত তম সময়ে সেরা কোয়ালিটির পণ্য সরবরাহ করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। ক্যামেরার জন্য ট্রাইপড কিনতে ট্রাইপড ক্যাটাগরিতে ভিজিট করতে পারেন।

বিশেষ সতর্কতাঃ

মোবাইল ট্রাইপড (Mobile Tripod) গুলোর বিল্ড কোয়ালিটি কিছুটা হালকা হয়ে থাকে, তাই এখানে ক্যামেরা ব্যবহার করা থেকে বিরত থাকুন। ক্যামেরা ট্রাইপড সহ উলটে যেতে পারে। এতে করে দামি ক্যামেরাটি নষ্ট হয়ে যেতে পারে।

ট্রাইপড এর নিচের দিকে মাঝারি মানের ভারি কিছু ঝুলিয়ে রাখতে পারেন। এতে করে ক্যামেরা উলটে পড়বে না। অনেক সময় ট্রাইপড এর কালার নষ্ট হয়ে যায়। আবার অনেক সময় আংটা ভেঙে যেতে পারে।

ফোন ব্যবহারের আগে ভালো করে দেখে নিন। দরকার হলে আলাদা মোবাইল কনভার্টার দিয়ে মোবাইল ট্রাইপডে বসান। এতে মোবাইল পরার সম্ভাবনা কমে যাবে।

ক্যামেরা বা স্মার্টফোন কেনার সময়ে আমরা যেভাবে দেখে কিনি, মোবাইল ট্রাইপড (Mobile Tripod) কেনার সময় আমাদের আরও বেশি সতর্ক থাকা উচিত। কারন একটা ট্রাইপড কাজ কে অনেক সহজ করে দিতে পারে আবার ক্যামেরা বা ফোন নষ্ট করে ফেলতে পারে।

ইকিনি ডট কমে সেরা কোয়ালিটির মোবাইল মোবাইল ট্রাইপড (Mobile Tripod) ছাড়াও ক্যামেরার ট্রাইপড রয়েছে। আজই অর্ডার করে ফেলুন আর নিজের ভিডিও বা ছবিকে নিয়ে যান অন্য লেভেল এ।

About the Author

Asadullah Galib

Content Developer at ekenee.com

2 thoughts on “মোবাইল ট্রাইপড (Mobile Tripod) কি, কার জন্য, কিভাবে?

Comments are closed.

You may also like these

No Related Post